প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিক বন্ধ করল অ্যামাজন

এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারতে অবস্থিত ৫০টিরও বেশি ফুলফিলমেন্ট সেন্টার থেকে প্যাকেজিংয়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিল অ্যামাজন ইন্ডিয়া। ২০১৯-এর সেপ্টেম্বরে কোম্পানির তরফে জানানো হয়েছিল ২০২০-এর জুন নাগাদ তারা এই পরিবেশ-বান্ধব প্রয়াস বাস্তবায়িত করবে। নিজস্ব ফুলফিলমেন্ট নেটওয়ার্কে সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে অ্যামাজন ইন্ডিয়া বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। ২০১৯-এর ডিসেম্বরে প্লাস্টিক প্যাকেজিং মেটেরিয়াল ব্যবহারের পরিবর্তে পেপার কুশন ব্যবহারের দ্বারা এব্যাপারে প্রথম মাইলস্টোন অর্জন করেছিল অ্যামাজন। চলতি বছরের গোড়ার দিকে নিরাপদ শিপমেন্টের জন্য সিল করার কাজে চালু করা হয়েছে ১০০ শতাংশ প্লাস্টিক-ফ্রি ও বায়োডিগ্রেডেবল পেপার টেপ। এছাড়া অ্যামাজন ফুলফিলমেন্ট সেন্টারগুলি থেকে পাঠানো সবরকম প্লাস্টিক প্যাকেজিং মেটেরিয়াল ১০০ শতাংশ রিসাইক্লেবল। চলতি মাসের শুরুতে কোম্পানি এক ঘোষণায় জানিয়েছিল ভারতের প্রথম-উদ্যোগ হিসেবে তারা ১০০টিরও বেশি শহরে প্যাকেজিং-ফ্রি শিপমেন্ট চালু করেছে। বর্তমানে অ্যামাজনের গ্রাহকদের অর্ডার দেওয়া ৪০ শতাংশেরও বেশি পণ্য অ্যামাজন ইন্ডিয়া ফুলফিলমেন্ট সেন্টারগুলি থেকে প্যাকেজিং-ফ্রি বা হ্রাসকৃত প্যাকেজিংয়ে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *