পিএমকেভিওয়াই ৩.০ বিষয়ে স্কিল ইন্ডিয়ার কর্মশালা

শিল্প সংক্রান্ত বিষয়ে উত্তরপূর্বাঞ্চলের যুবসমাজকে ক্ষমতায়িত করার লক্ষ্য নিয়ে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ (এমএসডিই) মন্ত্রক প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই) ৩.০ বিষয়ে একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছিলসিকিমের গ্যাংটকে। এই কর্মশালার উদ্দেশ্য ছিল যুবসমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি করা ও দেশের আর্থিক উন্নয়নে অবদান সৃষ্টি করা। সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা – এই আটটি রাজ্যের স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন (এসএসডিএম) ও ডিস্ট্রিক্ট স্কিল ডেভেলপমেন্ট কমিটিগুলির (ডিএসসি) কর্মকর্তারা এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

একদিনব্যাপী অনুষ্ঠিত পিএমকেভিওয়াই ৩.০ বিষয়ক এই কর্মশালায় বিভিন্ন স্কিম ও প্রোগ্রাম, ম্যানেজমেন্ট স্ট্রাকচার ও প্রসেস, বর্ধিত পরিকাঠামো এবং এইসব উদ্যোগের ক্ষেত্রে স্থানীয় সমস্যাবলী নিয়ে আলোচনা হয়। এইসব বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেনআটটি রাজ্য থেকে আগত প্রতিনিধিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *