পাহাড় ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জিবেশ সরকার

পাহাড় ইস্যুতে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন জিবেশ সরকার।কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে যাবে না রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। এই পরিস্থিতির জন্য বিজেপি শাসিত কেন্দ্রকেই দায়ী করলো দার্জিলিং জেলা সিপিএম।শনিবার এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কেন্দ্রের উচিৎ ছিল সকলের সহমত নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা।

জিটিএর কাজের মূল্যায়নের জন্য রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চাকে নিয়ে আগামী ৭ আগস্ট ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের সভাপতিত্বে বৈঠক হওয়ার কথা ছিল দিল্লীর নর্থ ব্লকে। কিন্তু কেন্দ্রের ডাকা এই ত্রিপাক্ষিক বৈঠক বয়কট করবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই পথে হেটেছে গোর্খা জনমুক্তি মোর্চাও।

এই প্রসঙ্গে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, নির্বাচন এলেই পাহাড়ে রাজনৈতিক কৌশল নেয় বিজেপি ও তৃনমূল কংগ্রেস। একই কায়দায় ২১ শের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পাহাড় নিয়ে নড়েচড়ে বসেছে। এটা আর কিছুই নয়, নির্বাচনের আগে বিজেপির নতুন রাজনৈতিক কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *