ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল সিলিকন ভ্যালি-ভিত্তিক বিশ্বের বৃহত্তম স্টোরি পাবলিশিং প্লাটফর্ম ফায়ারওয়ার্ক-এর সঙ্গে। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে দুই সংস্থার এই উদ্যোগ। এই প্রথম ভারতের কোনও টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য স্টোরি ফরম্যাট আনতে চলেছে। বিশ্বের সর্বত্র প্রায় সব প্লাটফর্ম স্টোরি ফরম্যাট গ্রহণ করছে গ্রাহকদের সুবিধার্থে।
এই পার্টনারশিপের ফলে ভিআই এবার ফায়ারওয়ার্কের গ্লোবাল কনটেন্ট স্টুডিয়োগুলির বিশাল কনটেন্ট ভান্ডার ব্যবহার করতে পারবে এবং ইউনিক অকুপেশনাল জেনারেটেড কনটেন্ট (ওজিসি) ক্রিয়েটরদের কাছে পৌঁছতে পারবে, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট স্টোরিটেলার। ক্রিয়েটর কমিউনিটির চাহিদার সমাধানের পাশাপাশি এই সহযোগিতার ফলে ভিআই-এর কাস্টমার এক্সপিরিয়েন্স ও ফায়ারওয়ার্কের গ্রহণীয়তা আরও বৃদ্ধি পাবে।