পাঁচ মাস পর স্বস্তি দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

বড়ো স্বস্তি পেল দেশ, বেশ কিছুদিন পর আবার অনেকটা কোমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থতার পথে এগোচ্ছে গোটা দেশ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ১৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ১৬ মার্চ ভারতে শেষ বার ২৫ হাজারের নীচে নেমেছিল দৈনিক আক্রান্তের সংখ্যা। আগের দিনের তুলনায় দেশের দৈনিক করোনা আক্রান্ত কমেছে প্রায় ২৩.৫ শতাংশ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। দেশে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে কম। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৬১ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৮৩০ জন। এই সংখ্যাটা আগের দৈনিক আক্রান্তের থেকে তো বটেই আগের দিনের তুলনাতেও অনেকটা বেশি। অর্থাৎ, একধাক্কায় বেশ খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬ জন। এই সংখ্যাটাও গত ১৪৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮৮ লক্ষ ১৩ হাজার ৯১৯ জনকে টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৫৪ কোটি ৫৮ লক্ষ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *