দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না তৃতীয় ঢেউ

করোনার দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা দেখেছেন দেশবাসী, তাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব কতটা মারাত্মক হবে, সে নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। এর মধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। করোনার এই প্রজাতিকে নিয়ে রাতের ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের। এই আবহে অনেকটাই স্বস্তির বার্তা শোনালেন এমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া।

দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ আকার ধারণ করবে না করোনার তৃতীয় ঢেউ। এমন আশার বাণীই শুনিয়েছেন এমস প্রধান। তিনি বলেছেন, ‘তৃতীয় ঢেউ আরও মারাত্মক চেহারা নেবে কিনা এ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে…আমার মনে হয়, দ্বিতীয় ঢেউয়ের মতো অতটা ভয়াবহ হবে না’।

এদিকে, দেশে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। এই প্রসঙ্গে এমস প্রধান বলেছেন, ‘আমরা খুব ভালো করে এটা পর্যবেক্ষণ করছি। আমাদের গোটা বিষয়টি খতিয়ে দেখতে হবে। কীভাবে করোনার এই প্রজাতিটি সংক্রমণ ছড়াচ্ছে, সে দিকে খুব ভালো করে নজর রেখেছি’।

এদিকে, ক্রমশই ভয়ঙ্কর চেহারা ধারণ করছে করোনার ডেল্টা ভ্যারিয়্যান্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আগেই করোনার এই প্রজাতিকে নিয়ে বিশ্ববাসীকে আগেই সতর্ক করা হয়েছিল। ইতিমধ্যেই ভারত-সহ বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়েছে এই সংক্রমণ। এবার WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস জানালেন, যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের শরীরেই বেশি করে থাবা বসাচ্ছে করোনার এই ভ্যারিয়্যান্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *