‘দেরি হোক, সোনা চাই…’, ভারতের মহিলা হকি কোচকে মজার বার্তা শাহরুখের

সত্তর মিনিট হ্যায় তুমহারে পাস… সায়াদ তুমহারে জিন্দেগি কি সবসে খাস সত্তর মিনিট…’, চক দে ইন্ডিয়া ছবির রুদ্ধশ্বাস দৃশ্য কার না মনে আছে। তবে এবার রিল নয়, সোমবার বাস্তবেই ভারতের মহিলা হকি টিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন সত্তর মিনিট কাটিয়েছে। দুরন্ত পারফর্মও করেছে ইতিহাস গড়েছে তাঁরা। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা হকি টিম। এ দিন উইমেনস হকি কোচ সোয়ার্ড মারিজিনের নিজের টিমের সঙ্গে একটি ছবি টুইট করে রসিকতার ছলে লেখেন- ‘সরি ফ্যামিলি, আই অ্যাম কামিং ল্যাটার’।

বর্তমান কোচের এ হেন রসিকতার প্রত্যুত্তর দিলেন ‘প্রাক্তন’ কোচ কবির খান থুড়ি বলিউডের বাদশা শাহরুখ খান। বললেন, ‘ কোনও সমস্যা নেই। বাড়ি ফেরার সময় কয়েক কোটির বৃহত্তর পরিবারের জন্য সোনা নিয়ে আসতে ভুলবেন না যেন। এ বার ধনতেরাসও কিন্তু ২ নভেম্বর’। ফুটনোট হিসেবে ‘এক্স কোচ কবির খান’ লিখতে ভোলেননি তিনি। অর্থাৎ টেনে আনলেন সেই ‘চক দে…’ প্রসঙ্গ। যা দেখে কোটি কোটি ভারতীয়র মুখের হাসিটা আরও খানিকটা চওড়া হয়ে গিয়েছে। আসলে কিং খানের রসবোধ সম্পর্কে ওয়াকিবহাল গোটা দেশ।

এ দিন শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে ইতিহাস ভারতীয় মহিলা হকি দলের। আগের দিন গ্রেট ব্রিটেনের দর্পচূর্ণ করে সেমিফাইনালে উঠেছেন মনপ্রীতরা। এদিন অস্ট্রেলিয়ার দম্ভে আঘাত করে সেমিফাইনালে রানি রামপালরা। স্বর্ণযুগে ভারতীয় হকি। সোয়ার্ড মারিজিনের হাত ধরে ‘‌চক দে ইন্ডিয়া’‌। যে টিমের কোয়ার্টার ফাইনালে ওঠাই একসময় অনিশ্চিত ছিল, সেই টিম দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। গ্রুপ লিগে পরপর দু’‌ম্যাচে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ অবিশ্বাস্য জয়। তবুও কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত ছিল না ভারতের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *