সম্প্রতি লঞ্চ্ করা ‘ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড- বাস এডিশনের’ জন্য ভারতের সুবিখ্যাত ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) আর্টিস্টস নিউক্লিয়া কৃত একটি এক্সক্লুসিভ সঙ নিয়ে এল অগ্রণী গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস। এর দ্বারা এই ডিভাইসের হাই বাস ফিচার্স চূড়ান্ত স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে। ওয়ানপ্লাস বিডব্লিউজেড বাস এডিশনে রয়েছে ৯.২মিমি ডায়নামিক ড্রাইভার্স।
‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড – বাস এডিশন’-এর মূলে থাকা বাসের কারণে এই সংযুক্তি তুলে ধরবে নতুন ও উন্নত বাস রেসপন্স। বিডব্লিউজেড বাস এডিশনে পাওয়া যাবে অসাধারন ভয়েস পিকআপ ও কল ক্লারিটি, ফলে ব্যবহারকারী প্রচন্ড শোরগোলের মধ্যেও কলে সাড়া দিতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা শ্রবণ-সময় পাওয়া যাবে এই ডিভাইসের ওয়ার্প চার্জ টেকনোলজির ফলে।
বিডব্লিউজেড বাস এডিশন হল আইপি ৫৫ সার্টিফায়েড, যেকারণে এটি সেগমেন্টের অন্যতম সেরা ওয়্যারলেস ইয়ারফোন হয়ে উঠেছে। প্রারম্ভিক মূল্য ১,৯৯৯ টাকায় এটি পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস-ডট-ইন, অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে।