দেশবাসী এখনো পুরোপুরি কাটিয়ে ওঠেনি করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। এরইমাঝে ভয় ধরাচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আগামী কয়েক মাসের মধ্যেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে বাচ্চাদের রক্ষা করতে আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকেই হাতে পাওয়া যাবে জাইডাস ক্যাডিলার তৈরি করোনাভাইরাস টিকা। ১২-১৮ বছর বয়সিদের কোভিড টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানালেন টিকাকরণ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান এন কে অরোরা। টিকাকরণ সংক্রান্ত জাতীয় উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান এন কে অরোরা জানিয়েছেন, ১২-১৮ বছর বয়সীদের উপর ট্রায়ালের জাইডাস ক্যাডিলার তৈরি তথ্য সামনের মাসের মধ্যেই হাতে পাওয়া যাবে। এর পরই সেই টিকা দেওয়ার কাজ শুরু করা যাবে।
ভারতে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের জন্য অনুমোদন চেয়ে ইতিমধ্যেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-এর কাছে আবেদন করেছে জাইডাস ক্যাডিলা। কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক-ভি-র পর চতুর্থ টিকা হিসেবে জাইডাস ক্যাডিলার ‘জাইকোভ-ডি’-কে অনুমোদন দেয় দেশের ওষুধ নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোল জেনারাল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে ভরসা টিকাকরণ। বর্তমানে দেশে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ চলছে। কিন্তু তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই ১২ থেকে ১৮ বছর বয়সীদেরও টিকা দেওয়া শুরু করতে চায়ছে স্বাস্থ্যমন্ত্রক। এদিকে, কেন্দ্রের ভ্যাকসিন বিষয়ক কমিটির উপদেষ্টা ডা: এন কে অরোরা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ভারতের সকল প্রাপ্তবয়স্ক মানুষ কোভিড টিকা পাবেন। তিনি আশ্বাস দিয়েছেন, সরকার ভ্যাকসিনের টার্গেট পূরণ করতে সক্ষম হবে।