তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।

এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে ৩২ কোটি ২৬ লক্ষ ৬৩ হাজার ২৯৭ জনের। বিশ্বের টিকাকরণ গ্রাফ অনুযায়ী, এই পরিসংখ্যান নিয়ে আমেরিকাকেও টপকে গেল ভারত। ফলে দেশে করোনা টিকাদানের হার বেশ সন্তোষজনক বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। এবার তৃতীয় ঢেউ আসন্ন। যদিও ICMR’এর কোভিড গ্রুপের রবিবারই জানিয়েছে, এখনই নয়, মহামারীর তৃতীয় ধাক্কা আসতে আরও ৬ থেকে ৮ মাস দেরি। তবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। একে কাজে লাগিয়ে ছোটদের টিকাকরণে জোর দিতে হবে। সকলের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়িয়ে তুললেই করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা সম্ভব। নাহলে তা ফের প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *