অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (এডিআরএ) ইন্ডিয়া রেকিট বেনকাইজারের (আরবি) সহযোগিতায় একটি অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম লঞ্চ্ করল ছোটদের জন্য – ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’। সঠিকভাবে গড়েবেড়ে ওঠার এই জীবনশৈলী কর্মসূচি তাদের সঠিক, বাস্তবতথ্য ভিত্তিক ও বয়সোপযোগী তথ্যাবলী প্রদানের মাধ্যমে তাদের সঠিক তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই প্রোগ্রামটির লক্ষ্য ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা।
উত্তরপূর্বাঞ্চলের তিনটি রাজ্যে ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রামটি চালু হচ্ছে – সিকিম, অরুণাচল প্রদেশ ও মণিপুর। কর্মসূচিটি এই তিন রাজ্যের সরকারি ও অনুমোদিত প্রাইভেট স্কুলগুলিতে চালু করা হবে যাতে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে। একবছর ধরে দুইটি স্তরে ২৭টি অধ্যায়ে বিভক্ত পাঠক্রমটি পড়ানো হবে। এই ২৭টি অধ্যায়ের প্রতি এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে জ্ঞানবৃদ্ধির সঙ্গে ছাত্রছাত্রীরা জানতে পারবে বয়ঃসন্ধিকালে কিভাবে তাদের শারীরিক ও আবেগজনিত মানসিক পরিবর্তন হয়।