গুয়াহাটি, অক্টোবর ২০২০: ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি) পূর্ব ও উত্তরপূর্ব ভারতে ডেয়ারি কোঅপারেটিভগুলির উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এনডিডিবি পূর্ব ও উত্তরপূর্ব ভারতের ঝাড়খন্ড, আসাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম ও নাগাল্যান্ডের কিছু অনুন্নত এলাকায় ডেয়ারি উন্নয়নের কাজে জড়িত রয়েছে। যেসব এলাকায় কোঅপারেটিভ গঠন হয়নি বা বর্তমান কোঅপারেটিভগুলির ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন সেইসব এলাকায় তারা সবরকমভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এনডিডিবি-র চেয়ারম্যান দিলীপ রথ।
এনডিডিবি আসাম সরকারের অনুরোধ অনুসারে ওয়েস্ট আসাম কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের (ওয়ামুল) পরিচালনার দায়িত্ত্ব নিয়ে সেখানকার ডেয়ারি প্ল্যান্ট ঢেলে সাজিয়ে আবার চালু করেছে ২০০৮ সালে। দুগ্ধ সংগ্রহ ও বিপণনে এখন ‘ওয়ামুল’ তার বৃদ্ধি অব্যাহত রেখেছে। নাগাল্যান্ড স্টেট ডেয়ারি কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড, মণিপুর মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেড ও ত্রিপুরার গোমতি কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়ন লিমিটেডের অনুরোধক্রমে সমীক্ষা চালিয়ে নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধির রূপরেখা তৈরি করেছে এনডিডিবি। উত্তরপূর্বাঞ্চলের সর্বাপেক্ষা আশাব্যঞ্জক মিল্ক ইউনিয়ন হিসেবে চিহ্নিত হয়েছে সিকিম মিল্ক ইউনিয়ন। ঝাড়খন্ড মিল্ক ফেডারেশনের উন্নতি ঘটানর লক্ষ্যে ঝাড়খন্ডের ১৫টি জেলায় এনডিডিবি কাজ করছে।