ডিজিবক্সের #স্বদেশীস্টোরেজপ্লেজ

ভারতের প্রথম ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্লাটফর্ম ডিজিবক্স ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চালু করেছে #স্বদেশীস্টোরেজপ্লেজ। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত সম্প্রতি ডিজিবক্স লঞ্চ্‌ করেছেন। ২৬ জানুয়ারি থেকে যারা সাইন-আপ করবেন এমন গ্রাহকরা প্রজাতন্ত্র দিবস সপ্তাহের বিশেষ অফার প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন। প্রজাতন্ত্র দিবস সপ্তাহে দেশীয় প্রোডাক্ট ও সার্ভিসের প্রতি সমর্থন জ্ঞাপনের শপথ গ্রহণকারীরা ২৬জিবি ফ্রি স্টোরেজ স্পেস পাবেন। ডিজিবক্স ভারত সরকারের #আত্মনির্ভরভারত ও #ভোকালফরলোকাল নীতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি ও ডেটা লোকালাইজেশন প্রায়োরিরিটির সঙ্গে সাযুজ্যপূর্ণ। ব্যবসায়িক প্রয়োজনে ও ব্যক্তিগত ব্যবহারের জন্য স্টোরেজ অপশন প্রদান করবে ডিজিবক্স। এই সুবিধা মাসিক ও বার্ষিক ভিত্তিতে পাওয়া যাবে, সর্বনিম্ন ৩০টাকা মাসিক ব্যয়ে। এরসঙ্গে থাকবে সর্বাধিক ২জিবি ফাইল সাইজ-সহ ফ্রি অ্যাকাউন্ট এবং আনলিমিটেড এক্সটার্নাল কোলাবরেশনস। এর মধ্যে থাকছে ‘ইনস্টাশেয়ার’ নামে একটি ফাইল-শেয়ারিং ফিচার, যা অ্যাপে রেজিস্টার করার পর ব্যবহারকারীকে দেবে লার্জ-সাইজ ডকুমেন্ট, হাই-রেজোলিউশন ইমেজ ও পিডিএফ দ্রুত শেয়ারিংয়ের সুবিধা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *