কোভিড অতিমারিতে করোনায় আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের। শুক্রবার জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ি ও গ্রীন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে এই টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল। আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য টোটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। শুক্রবার শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে অ্যাম্বুলেন্সের সূচনা করা হয় দাবি উদ্যোক্তাদের। আক্রান্তদের বিনে পয়সার অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়া হবে। টোটোতে থাকবে নার্স ও টেকনিশিয়ান। এদিন শহরের দুর্গাবাড়ি দুর্গা পুজোর মণ্ডপ থেকে অ্যাম্বুলেন্সের সূচনা করলেন কমিটির সদস্যরা। এই অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন সিলিন্ডার, অক্সি মিটার, পেসার মাপার যন্ত্র এছাড়া চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম। উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি সোমনাথ পাল ও ডিস্ট্রিক্ট যুব কল্যাণ আধিকারিক সহ সকল সদস্যরা। ডিস্ট্রিক্ট যুব কল্যাণ আধিকারিক টি, শেরপা ফিতে কেটে এই টোটো অ্যাম্বুলেন্সের সূচনা করেন।