টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর দেশে ফিরলেন মীরাবাঈ চানু

টোকিওয় চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। দেশে ফেরার পর চানু জানিয়েছেন, ‘এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমরা (চানু ও তাঁর কোচ) টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি। এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।’

২১ বছরের খরা কাটিয়ে চানুর হাত ধরে অলিম্পিক্সে ভারত্তোলনে পদক পেয়েছে ভারত। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর এই প্রথম কোনও ভারতীয় ভারত্তোলক অলিম্পিক্সে পদক পেলেন।

টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, ‘টোকিও অলিম্পিক্সে এর থেকে ভাল শুরু হতেই পারে না। মীরাবাঈ চানুর বিস্ময়কর সাফল্যে ভারতবাসী আনন্দিত। ভারত্তোলনে রুপো জয়ের জন্য তাঁকে অভিনন্দন। এই সাফল্য প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চানুকে অভিনন্দন জানান। তাঁর ট্যুইট, ‘মীরাবাঈ চানু টোকিও অলিম্পিক্সে মহিলাদের ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জেতায় আন্তরিক অভিনন্দন জানাই। তুমি আমাদের সবাইকে খুব গর্বিত করেছো। তোমার এই সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *