জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত,

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত ।বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ । উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষের পরীক্ষা নিয়ে অনড় মনোভাবের বিরুদ্ধে কলেজের ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত । শনিবার পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোনো লিখিত সিদ্ধান্ত জানায় নি ছাত্রদের । সমস্যার সমাধান না হলে শনিবার থেকে ছাত্ররা আবার অনশনে বসে । পরীক্ষা নিয়ে ছাত্রদের ভবিষ্যৎ বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন আরো তীব্র হচ্ছে ।

এরকম পরিস্থিতিতে কলেজের পরিস্থিতি নিয়ে জেলার সাংসদ জয়ন্ত রায় আসরে নেমেছে । কলেজের এই সমস্যা নিয়ে সাংসদ ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কলেজে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন । রাজ্যপাল কলেজের পরিস্থিতি শুনতে সাংসদকে ডেকে পাঠিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর । এদিকে ছাত্ররা অন্য কোর্স করার জন্য ইতিমধ্যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও ফাইনাল ইয়ারের রেজাল্টের জন্য পড়াশোনার ভবিষ্যৎ আটকে রয়েছে । ছাত্র ছাত্রীদের দাবি বর্তমান করোনা পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে নম্বর দিতে হবে । এই করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা কোনোমতেই পরীক্ষায় বসবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *