জরুরি ভিত্তিতে ছাড়পত্র পাচ্ছে আরো এক ভ্যাকসিন

আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আগেই একের পর এক টিকা পেতে চলেছে দেশবাসী। এবার জরুরি ভিত্তিতে আরো এক ভ্যাকসিন পেতে চলেছে দেশবাসী। এবার চলতি সপ্তাহেই আরও একটি ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হবে। জনসন অ্যান্ড জনসন করোনা ভ্যাকসিনের পর এবার এই সপ্তাহেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলা করোনা টিকাকে ছাড়পত্র দেবে কেন্দ্র। গত ১ জুলাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছিল জাইডাস ক্যাডিলা। এই ভ্যাকসিনটি ছাড়পত্র পাওয়ার অর্থ ১২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা পাওয়ার আওতায় পড়বে। কারণ এই সংস্থাই ভারতে সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। যার অন্তর্ভুক্ত ছিল ১২ থেকে ১৮ বছর বয়সিরাও। বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য রেখে এগোবে সংস্থা।

জাইডাস ক্যাডিলা ভ্যাকসিনটি তিনটি ডোজে নিতে হয়। এক্ষেত্রে ইঞ্জেকশনের ব্যবহার করতে হয় না। প্রথম ডোজের ২৮ দিন পর নিতে হয় দ্বিতীয় ডোজটি। ৫৬ দিনের মাথায় দেওয়া হয় তৃতীয় ডোজ। ট্রায়ালের পর সংস্থার তরফে জানানো হয়েছিল, এটি ১২ থেকে ১৮ বয়সিদের মধ্যে তেমন পার্শ্ব প্রতিক্রিয়াও করে না। পাশাপাশি জোড়া ডোজের ভ্যাকসিন আনারও চেষ্টা করছে এই সংস্থা। দেশে ইতিমধ্যেই ৫০ কোটি মানুষ টিকা পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই দেশে অক্সফোর্ডের কোভিশিল্ড, ভারতের তৈরি কোভ্যাক্সিন, রাশিয়ান স্পুটনিক ভি, মডার্না টিকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। টিকাকরণের গতি বাড়ানোর জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *