ঘোষপুকুরে এক বেসরকারি কারখানায় বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘের

মালিকের অন্যায় আচরণ ও শ্রমিকপক্ষের প্রতি অন্যায় আচরণ,শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধাকে বঞ্চিত ইত্যাদি নানা গুরুতর দাবি নিয়ে আজ একটি বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় মজদুর সঙ্ঘ শ্রমিক সংগঠন। ঘোষ পুকুরের কান্তিভিটা এলাকার এক বেসরকারি চিপস কারখানায় এদিন স্থানীয় শ্রমিকরা বিক্ষোভ দেখান।

তাদের দাবি করোনার সময়কালীন পরিস্থিতিতে কারখানা চললেও শ্রমিকদের মাইনে দিচ্ছে না মালিক।মহিলা শ্রমিকদের সকাল ৮ থেকে ৫পর্যন্ত কাজ করিয়ে নিচ্ছে যা বর্তমান সময়ে শ্রমিকনীতির বিরুদ্ধ।অনেক মা- মহিলা শ্রমিক কে দুপুরবেলা ১ঘন্টারও ছুটি দিচ্ছে,ফলে মায়েরা তাদের শিশুদের অতিআবশ্যকীয় মাতৃদুগ্ধ দিতে পারছেন না। বাইরের শ্রমিককে এনে কাজ দিচ্ছে, অথচ এখানকার শ্রমিকরা ভালো কাজ করলেও বিনা নোটিশে তাদের ছাটাই করে দিচ্ছে মালিক।শ্রমিকদের সঙ্গে কোনো কথা বলছে না মালিক পক্ষ।এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সঙ্ঘের সংঘঠনমন্ত্রী বিশ্বজিৎ ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *