গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, তাদের সুইস সাবসিডিয়ারি ‘গ্লেনমার্ক স্পেশালটি এস এ’ মেনারিনি গ্রুপের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্টে উপনীত হয়েছে। এর লক্ষ্য হল বাল্কান রিজিয়ন-সহ ইউরোপের ৩৩টি দেশে গ্লেনমার্কের ইনোভেটিভ নাজাল স্প্রে রিয়ালট্রিস-এর বাণিজ্যিকীকরণ। গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে একটি অভিনব অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন নাজাল স্প্রে, যা ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস (এসএআর) উপসর্গের চিকিৎসায়।

চুক্তি অনুসারে গ্লেনমার্ক উল্লিখিত বাজারসমূহে রিয়ালট্রিসের উন্নয়ন ও রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ত্বে থাকবে। মেনারিনির দায়িত্ত্ব হবে রেগুলেটরি অ্যাপ্রুভালের পর রিয়ালট্রিস বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও ওইসব মার্কেটে কমার্সিয়ালাইজেশন। মেনারিনির কাছ থেকে গ্লেনমার্ক পাবে আপফ্রন্ট পেমেন্ট, লঞ্চ্‌ ও বিক্রয়ভিত্তিক মাইলস্টোন পেমেন্ট। উল্লেখ্য, গ্লেনমার্ক রিয়ালট্রিসের অনুমোদন পেয়েছে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, কম্বোডিয়া, উক্রাইন, উজবেকিস্তান, নামিবিয়া ও সাউথ আফ্রিকায়। ইউএস মার্কেটে কমার্সিয়ালাইজেশনের জন্য রিয়ালট্রিস নাজাল স্প্রের ব্যাপারে কোম্পানির সম্পর্ক রয়েছে হিকমা ফার্মাসিউটিক্যালস পিএলসি-র সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *