গুগল বিজনেস মেসেজের সঙ্গে যুক্ত হল ভিআই

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভিআই সংযুক্ত হল গুগলের বিজনেস মেসেজেজ-এর সঙ্গে। এর উদ্দেশ্য, গ্রাহকদের আরও ভাল কাস্টমার এক্সপিরিয়েন্স প্রদান করা। টেলিকমে ভিআই হচ্ছে প্রথম ব্র্যান্ড যারা গুগলের বিজনেস মেসেজেজের সঙ্গে সংযুক্ত হল।ভিআই তাদের ভিআইসি চ্যাটবট’কে গুগলের বিজনেস মেসেজেজের সঙ্গে যুক্ত করল স্মার্টফোনে ভিআই ব্যবহারকারী সকলকে ২৪X৭ রিয়াল টাইম কাস্টমার সার্ভিস প্রদানের জন্য। লাইভ এজেন্ট কানেক্টের সঙ্গে সক্রিয় এআই-পাওয়ার্ড ভিআইসি’কে এবার গুগল বিজনেস মেসেজেজের সঙ্গেও যুক্ত করা হল। এর ফলে গুগল সার্চ বা গুগল ম্যাপে ভিআই বা ভিআই স্টোর্স সন্ধানের জন্য ইউজাররা ‘চ্যাট’ বা ‘মেসেজ আ লাইভ এজেন্ট’ বাটন পাবেন, যার দ্বারা ভার্চুয়াল এজেন্ট ‘ভিআইসি’র সঙ্গে বার্তা বিনিময় করা যাবে এবং সঙ্গেসঙ্গে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

ভিআই গতবছরপ্রথম হোয়াটসঅ্যাপে সার্ভিস চ্যাটবট ভিআইসিচালু করেছিল। এর ফলে ভিআই গ্রাহকরা বিল পেমেন্ট, রিচার্জ, ভিএএস, প্ল্যান অ্যাক্টিভেশন, নিউ কানেকশন, ডেটা ব্যালান্স, বিল রিকোয়েস্ট ইত্যাদিসার্ভিস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্রুতসাড়া পেতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *