কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক বাধ্যতামূলক

Passport-এর সঙ্গে covid-19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট লিঙ্কড থাকা আবশ্যক। বিদেশ যাত্রার জন্য ভ্যাকসিন সার্টিফিকেট এখন বাধ্যতামূলক। যদিও, বিশ্বব্যাপী এই বিষয়ে নির্দিষ্ট কোনও নিয়ম তৈরি হয়নি এখনও পর্যন্ত। বরং, সব দেশের ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে রয়েছে নিজস্ব নিয়ম। তবে, ভ্যাকসিন না নিলে বিদেশ যাত্রা করা যাবে না।

এখন যাঁরা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, সকলের শুধু ভ্যাকসিন সার্টিফিকেট থাকলেই হবে না, সেই সার্টিফিকেট আবার পাসপোর্টের সঙ্গে লিঙ্কও করতে হবে। এতদিন শুধুমাত্র শিক্ষা ও সরকারি কাজে বিদেশ যাত্রার জন্য একমাত্র ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টের লিঙ্ক করা যাচ্ছিল। এবার থেকে দেশের সব নাগরিক নিজের ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করতে পারবেন। তবে, ভ্যাকসিন সার্টিফিকেটে যে নাম রয়েছে পাসপোর্টেও একই নাম থাকতে হবে।

অনলাইনেই ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করার সুবিধা নিয়ে এসেছে কেন্দ্র-

* cowin.gov.in ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
* এবার Raise a issue সিলেক্ট করুন।
* তার পর passport অপশন সিলেক্ট করুন।
* এবার ড্রপ ডাউন থেকে নিজের নাম সিলেক্ট করুন।
* পাসপোর্ট নম্বর দিন।
সব শেষে ‘Submit’ সিলেক্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *