কোভিড পরিস্থিতিতে জমায়েত করে, ঢাক ঢোল বাজিয়ে জলপাইগুড়িতে বিজয় উৎসব পালন

আইনি বিধিনিষেধ ও তৃনমূল সুপ্রিমোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জয়ের আনন্দে কোভিড পরিস্থিতিতে জমায়েত করে জলপাইগুড়িতে বিজয় উৎসব। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির এলআইসি অফিসের সামনে ২৪ নং ওয়ার্ডের তৃণমূল নেতা কর্মীরা জমায়েত হয়ে বিজয় উৎসব পালন করে। একে অপরে সবুজ আবির লাগিয়ে শুভেচ্ছা জানায়।পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়। কিন্তু সেই বিজয় উৎসবে দেখা যায় সামাজিক স্বাস্থ্যবিধি মানা হয়নি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন তাই মানুষের আবেগ কে রোখা যাচ্ছে না। আমরা তবুও স্বাস্থ্যবিধি মেনে বিজয় উৎসব পালন করার চেষ্টা করছি।

একই ছবি রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের পাহারপুরেও। পাহারপুরের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় টানা চার বার জয়ী হন। আনন্দে তৃণমূলের নেতা কর্মীরা পাহারপুরে ঢাক ঢোল বাজিয়ে নৃত্যের মাধ্যমে বিজয় উৎসব পালন করেন। সেখানেও স্বাস্থ্য বিধির বালাই নেই। তৃণমূল নেতৃত্বদের দাবি দীর্ঘদিন লড়াই করার পর জয়, একটু আধটু উৎসব করবে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *