কোভিড উপসর্গ নিয়ে মৃতের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের রেড ভলান্টিয়ার্স

জ্বরের উপসর্গ নিয়ে বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায়(৪৫)। তাতেই কোভিডের আতঙ্ক ছড়ায় ওই মহল্লায়। অভিযোগ বুধবার সন্ধে ছ’টায় ওই ব্যক্তির  মৃত্যু হলেও কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেননি। মৃৃতের অসহায় পরিবারের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের রাতে ওই মৃতদেহ আগলে রেখে বসে থাকতে বাধ্য হন। শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুর প্রায় সতেরো ঘন্টা পর লাল বাহিনীর সদস্যরা গ্রামের একটি খালের ধারে ওই মৃতদেহটি সমাহিত করতে বাধ্য হন। কারন হিসেবে তাঁরা জানিয়েছেন যে, একটি মৃতদেহ দাহ করার জন্যে লাকড়ি কেনার যে টাকার প্রয়োজন, তা তাঁদের হাতে ছিল না। এমনকি দিনমজুর পরিবারটি এতটাই দরিদ্র যে, তাঁরাও ওই টাকা যোগাড় করতে পারেননি। রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের জাহাদিপাড়া সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিবার সুত্রে খবর যে দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি। বারবার তাঁকে করোনা টেস্ট করাতে বলা হলেও তিনি তা করাননি। করোনা আতঙ্ক থেকেই টেস্ট করাননি বলে জানা যাচ্ছে। বারবার স্বাস্থ্যকর্মীরা অনুরোধ করা সত্ত্বেও লালারস পরীক্ষা করাতে রাজি হননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *