১ মে থেকে ভারতে শুরু হয়েছে ১৮ বছরের উর্ধ্বে করোনার টিকাকরণ প্রক্রিয়া। তবে সেই টিকাকরণে সামিল হতে গেলে আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন জন্য CoWIN ওয়েবসাইট এবং Aarogya Setu অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে বয়সীদের।
Aarogya Setu এবং CoWIN ওয়েবসাইট অ্যাপ ছাড়াও UMANG App অ্যাপ থেকে করোনার টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করা জেতে পারে। UMANG App থেকে কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন।
- UMANG App এর Health ট্যাবে ক্লিক করুন। সেখানে ‘CoWIN’ অপশন সিলেক্ট করতে হবে।
- এবার ‘Register or Login For Vaccination’ অপশনে ট্যাপ করুন।
- আপনার মোবাইল নম্বর Type করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বরে যে OTP এসেছে, সেটি দিয়ে দিন এবং ‘Verify OTP’ অপশনে ক্লিক করুন।
- একটি ফোটো আইডি প্রুফ আপলোড করুন এবং আপনার নাম, ফোটো আইডি নম্বর, জন্মের সাল ও তারিখ এবং লিঙ্গ-সহ একাধিক জরুরি তথ্য দিয়ে দিন।
- এর পর Submit করুন।
- এবার আপনাকে একটি পপআপ দেখানো হবে। সেখানে বলা হবে, বেনিফিশিয়ারি যোগ করা হয়েছে। OK অপশনে ক্লিক করুন।
- আপনার সামনে এবার একটি নতুন পেজ খুলে যাবে, সেখানে বেনিফিশিয়ারি হিসেবে মোট চার জনকে যোগ করতে পারবেন। তা করতে ‘Add More’ বাটনে ক্লিক করুন।
- সব বেনিফিশিয়ারিদের যোগ করা হয়ে গেলে, সবাইকে সিলেক্ট করতে হবে এবং ‘Schedule Appointment’ অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার পিনকোড সিলেক্ট করুন এবং তারপরে ডেট ও ভ্যাকসিন সিলেক্ট করুন।
- আপনার সামনে একাধিক টিকাকরণ কেন্দ্রের নাম দেখানো হবে, যেখানে গিয়ে আপনি টিকা নেবেন।
- আপনার পছন্দসই সেন্টারটি সিলেক্ট করুন এবং টাইম স্লট বেছে নিয়ে নিশ্চিত করুন।
- সব শেষে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে একটি কনফার্মেশন মেসেজ আসবে।