কিশোরভারতী স্টেডিয়ামই হবে লা লিগা অ্যাকাডেমির ঠিকানা

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সরকারি কর্তাদের সঙ্গে আলোচনা করে, সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকেই লা লিগা অ্যাকাডেমির জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, ক্রীড়া দপ্তরকেও এই মর্মে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিদলের সঙ্গে লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের বৈঠক হয়। সেখানেই দু’পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। লা লিগার তরফে চুক্তিতে সই করেন তেবাস, অন্যদিকে রাজ্য সরকারের পক্ষে সই করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলার ফুটবল উন্মাদনার কথা তুলে ধরেন।

 রাজ্যের প্রতিশ্রুতিমান শিশু–কিশোরদের গ্রামবাংলা থেকে তুলে এনে যথাযথ প্রশিক্ষণ দিয়ে মেসি, রোনাল্ডো তৈরি করার স্বপ্ন তাঁর। লা লিগা কর্তৃপক্ষ ফুটবল অ্যাকাডেমি গড়ার জন্য একটি ডেডিকেটেড স্টেডিয়াম চান মুখ্যমন্ত্রীর কাছে। তার জেরেই এই সিদ্ধান্ত। এবার লা লিগা কর্তৃপক্ষের পরামর্শমতো এই স্টেডিয়ামের পরিকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।‌ রবিবার  রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন, ‘‌বাংলার ক্রীড়াপ্রেমী ও ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বাংলায় অসংখ্য প্রতিভা আছে। কলকাতায় লা লিগা অ্যাকাডেমি কিশোরভারতীতে হলে বড় সুযোগ তৈরি হবে। এই অ্যাকাডেমি থেকে প্রতিভা উঠে এসে যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেটাই উদ্দেশ্য। ‌

এদিন মাদ্রিদ থেকে বার্সিলোনা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্রেনের সাধারণ কামরা থেকে শিল্পপতিরা যে ফার্স্ট ক্লাস কামরায় রয়েছেন সেখানে যান। সেখানে তাঁদের সুবিধে–অসুবিধে, খাওয়াদাওয়া নিয়ে খোঁজখবরের পাশাপাশি তিনি রাজ্যে অন্য একটি স্টেডিয়াম গড়তে তাঁদের সহায়তা চান। তিনি বলেন, রিয়েল মাদ্রিদ স্টেডিয়ামের থেকে একটু ছোট হলেও চলবে, কিন্তু ওইরকম সুযোগ–সুবিধে বিশিষ্ট একটি স্টেডিয়াম গড়ার অনুরোধ জানান। বলেন, এর জন্য তিনি জমি দেখে দেবেন। সফরকারী দলের সদস্য, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল রাজীব সিং মহিলা ফুটবলারদের প্রশিক্ষণের প্রসঙ্গ তোলেন। কলকাতায় মহিলা ফুটবল লিগ চালু করার প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী আইসিসিকেই এই দায়িত্ব নিতে অনুরোধ করেন। রাজীব সিং মুখ্যমন্ত্রীকে জানান, তাঁরা এ ব্যাপারে সব রকম সহায়তা করবেন।‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *