করোনা সংক্রমণের সংখ্যাকে কিছুটা হলেও বাগে আনতে পেরেছে রাজ্য

বিগত দু মাস ধরে রাজ্যে চলছে কঠোর বিধিনিষেধের পর্ব। যা ধীরে ধীরে শিথিল করেছে রাজ্য সরকার। যার ফলে রাজ্যের চরম করোনা সংক্রমণের সংখ্যাকে কিছুটা হলেও বাগে আনতে পেরেছে রাজ্য সরকার। এর পাশাপাশি গতি বাড়িয়েছে ভ্যাক্সিনেশনের। এর ফলে দৈনিক সংক্রমণ যেমন কমেছে একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন। লার মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। এদিকে, আজ মৃত্যু হয়েছে ১২ জনের। কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন। সবমিলিয়ে রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৬১ জন। গত একদিনে ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৭৩৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৩৩১ জন। এদিকে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দার্জিলিং জেলার কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। এই চার জেলার বিভিন্ন এলাকায় কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। এই চার জেলায় কোভিড ভ্যাকসিনে জোর দেওয়া হচ্ছে। এছাড়া টেস্টও বাড়াতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *