করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের স্পষ্ট নির্দেশ পুরী ছাড়া ওড়িশার অন্য কোনও জায়গায় এবছর রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। করোনা পরিস্থিতি অবনতির কথা মাথায় প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ রথযাত্রা নিয়ে এই নির্দেশ শোনান।

পুরী মন্দিরের রথযাত্রা ছাড়া রাজ্যের বাকি রথযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রধান বিচারপতি বলেন, ‘আশা করছি ইশ্বর নিজেই আগামী বছর রথযাত্রা করার অনুমতি দেবেন। ওড়িশা সরকার রথযাত্রার অনুমতি না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

গতবছরের পর এবছরও রথযাত্রার অনুষ্ঠান হবে ভক্তদের ছাড়াই। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র সেবাইতরা। ভক্তসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। আগামী ১২ জুলাই ভক্তসমাগম ছাড়াই রথযাত্রা সম্পন্ন হবে পুরীর জগন্নাথ মন্দিরে। একইসঙ্গে ওড়িশা সরকার জানিয়ে দেয় এবছর পুরী মন্দিরের রথযাত্রা ছাড়া গোটা রাজ্যে কোনও রথযাত্রার অনুমতি দেওয়া হবে না।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সবে সামলে উঠলেও Delta Plus Varient-এর ভ্রুকূটিকে অবহেলা করার নয়। ওডিশা রথযাত্রার সময় পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। গত বছরের মতো এবারেও ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান টেলিকাস্ট করা হবে বলে জানা গিয়েছে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *