করোনা আবহেই বিদেশে পাড়ি দিচ্ছেন উমা

শহরের জন্য তৈরি প্রতিমায় যখন সবে মাটির প্রলেপ পড়তে শুরু করেছে। কোথাও কোথাও শুধুই বাঁধা হয়েছে খড়। তখন বিদেশে পাড়ি দিয়েছেন উমা। জুনের মাঝামাঝি থেকেই বিদেশে যেতে শুরু করেছে কুমোরটুলির প্রতিমা।

করোনা প্রকোপ কাটতেই অস্ট্রেলিয়ায় মেলবোর্নের পুজো কর্মকর্তারা জানিয়ে দিয়েছিলেন সময়মতোই তাঁরা প্রতিমার ডেলিভারি নেবেন। সেইমতো শিল্পী কৌশিক ঘোষ মা-কে সাজিয়ে তোলেন। দিন পনের আগেই বাক্সবন্দি হয়ে মাতৃ প্রতিমা বিদেশের উদ্দেশে যাত্রা করেছেন।

শুধুমাত্র মেলবোর্নে নয়। কৌশিক ঘোষের তৈরি ফাইবারের প্রতিমা প্রতিবছরই বিশ্বের নানা দেশে পাড়ি দেয়। তা সে আমেরিকা হোক আর ফিনল্যান্ড। তবে অন্যান্যবার ৩০-৩৫টি প্রতিমার বায়না থাকলেও, এবারে তা কমে ৮-১০টি তে দাঁড়িয়েছে।

এবারে তাঁর প্রতিমা পাড়ি দেবে আমেরিকার ডালাস, কানসাস প্রদেশে,  পেনসিলভেনিয়ায়। এছাড়া প্রতিমা উমা পাড়ি দেবেন কানাডা, জার্মানির ফ্রাঙ্কফুট, দুবাই এবং সিঙ্গাপুরে। তবে দুবাই এবং সিঙ্গাপুর এখনও করোনার প্রকোপমুক্ত হয়নি। তাই পুজো উদ্যোক্তারা কিছুটা সংশয়ে। তাঁরা শিল্পীকে জানিয়েছেন, প্রশাসন অনুমতি দিলেই তাঁরা মা-কে নিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *