কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন প্রণব পুত্র

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত। বেড়েছে জটিলতা। কলকাতার কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ইতিমধ্যেই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। এবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো নিয়ে বিজেপি যতই তৃণমূলকে আক্রমণ শানাক না কেন, এই বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, জানিয়ে দিলেন তিনি। টুইটে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‌আই এস অফিসার দেবাঞ্জন দেব আয়োজিত ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যদি দিদিকে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে মোদীজীকেও নীরব মোদী, মেহুল চোকসি ও বিজয় মালিয়ার সঙ্গে যুক্ত দুর্নীতিকাণ্ডেও দোষারোপ করা যেতে পারে। সুতরাং একজন ব্যক্তির কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলা যায় না।’‌

অভিজিৎ এখনও কংগ্রেসেই আছেন। এই রাজ্যে কংগ্রেস তৃণমূলের বিরোধী শক্তি হিসাবেই পরিচিত। এই প্রেক্ষাপটে প্রণব পুত্রের এভাবে তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ানো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *