অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো ভারতে লঞ্চ্ করল নতুন স্মার্টফোন – ওপ্পো এ৫৪। এর দাম ১৩৪৯০ টাকা থেকে শুরু।
ওপ্পো এ৫৪ ফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি, ১৮ডব্লিউ ফাস্ট চার্জিং, অক্টা-কোর প্রসেসর, ১৬.৫৫সিএম পাঞ্চ-হোল ডিসপ্লে, সুপার পাওয়ার সেভিং মোড, সুপার নাইট-টাইম স্ট্যান্ডবাই, অপ্টিমাইজড নাইট চার্জিং, মিডিয়াটেক হেলিয়ো পি৩৫ অক্টাকোর প্রসেসর, এলসিডি ডিসপ্লে চালিত এইচডি+ স্ক্রিন। এ৫৪ ফোনটির ওজন মাত্র ১৯২গ্রাম। এটি পাওয়া যাবে তিনটি কলারে – ক্রিস্টাল ব্ল্যাক, স্টারি ব্লু ও মুনলাইট গোল্ড। ফোনটিতে রয়েছে ফেস রেকগনিশন ও সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক টেকনোলজি। রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা – ১৩এমপি মেইন ক্যামেরা, ২এমপি ম্যাক্রো ক্যামেরা ও ২এমপি বোকে। এছাড়াও সেলফির জন্য রয়েছে ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোনে থাকা বিভিন্ন ফিচারের মধ্যে রয়েছে ব্যাকলাইট এইচডিআর, ড্যাজল কলার মোড, এআই সিন রেকগনিশন ও আল্ট্রা নাইট মোড। কলারওএস ৭.২ চালিত এ৫৪-এ আছে ব্ল্যাক স্ক্রিন মোড ও ফোটো ট্রানস্লেটর।
২০ এপ্রিল থেকে ওপ্পো এ৫৪ পাওয়া যাবে ফ্লিপকার্ট ও মেইনলাইন রিটেল আউটলেটগুলিতে। এর দাম এরকম: ৪জিবি র্যাম+৬৪জিবি রম – ১৩৪৯০ টাকা, ৪জিবি র্যাম+১২৮জিবি রম – ১৪৪৯০ টাকা এবং ৬জিবি র্যাম+১২৮জিবি রম – ১৫৯৯০ টাকা।