ওপেন এন্ডেড ইকুইটি স্কিম – ইউটিআই ইকুইটি ফান্ড

একটি ওপেন এন্ডেড ইকুইটি স্কিম হল ইউটিআই ইকুইটি ফান্ড। এতে রয়েছেন ১২ লক্ষেরও বেশি বিনিয়োগকারী (৩০ জুন, ২০২০)। এই ফান্ড বিনিয়োগ করে লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকে, যার মোট কর্পাস ৯৫০০ কোটি টাকারও বেশি।  ইউটিআই মিউচুয়াল ফান্ডের এই অফারটি যে কোনও লং-টার্ম ইনভেস্টরের পক্ষে উপযুক্ত। এই স্কিমের টপ-টেন হোল্ডিংয়ে রয়েছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড, এইচডিএফসি ব্যাংক লিমিটেড, কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড, এইচডিএফসি লিমিটেড, এলঅ্যান্ডটি ইনফোটেক লিমিটেড, টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড, ইনফোসিস লিমিটেড, ইনফো-এজ (ইন্ডিয়া) লিমিটেড, শ্রী সিমেন্ট লিমিটেড ও অ্যাস্ট্রাল পলি টেকনিক, যা পোর্টফোলিয়োটির কর্পাসের প্রায় ৪২% (৩০ জুন, ২০২০)। মডারেট রিস্ক-প্রোফাইল নিয়ে ও কমপক্ষে ৫ থেকে ৭ বছরের জন্য বিনিয়োগের মাধ্যমে যারা লং-টার্ম ফিনান্সিয়াল গোল অর্জন করতে চান, তারা এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যেসকল ইকুইটি বিনিয়োগকারী তাদের ‘কোর’ ইকুইটি পোর্টফোলিয়ো তৈরি করতে ও লং-টার্ম ক্যাপিটাল গ্রোথে আগ্রহী তাদের পক্ষে এই ফান্ড খুবই উপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *