এবার রাশিয়ার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার হাত মেলাল দেশের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা

দেশের করোনা পরিস্থিতিকে রোধ করার একমাত্র উপায় টিকাকরণ এবং বিধিনিষেধ। আর তাই সংক্রমণ রোধে প্রধান হাতিয়ার ভ্য়াকসিনেই জোর দিতে চাইছে কেন্দ্র। টিকাকরণের নিরিখে সব রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে টিকা প্রস্তুত কারক সংস্থাগুলো। এবার করোনা মোকাবিলায় গুরুদায়িত্ব নিতে চলেছে সেরাম ইনস্টিটিউট। বড় ঘোষণা করলেন আদর পুনাওয়ালা। এবার আদর পুনাওয়ালার সংস্থায় তৈরি হবে রাশিয়ান কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি। বছরে মোট ৩০ কোটি ডোজ তৈরি করা হবে এখানে। আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে স্পুটনিক ভি উৎপাদনের কার্যকলাপ। সেরাম সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রধান উদ্দেশ্য হল, দ্রুত আরও বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করা এবং ভারত ও গোটা বিশ্বের বহু মানুষের প্রাণ রক্ষা করা।  

কোভিডের তৃতীয় ঢেউ আসার আতঙ্কে কাঁপছে ভারত। তারই মধ্যে বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ঘুরতে যাওয়ার ঝোঁক একধাক্কায় বেড়েছে অনেকটা। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও বারবার কোভিডবিধি মানতে সতর্ক করা হচ্ছে। এবার কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের সঙ্গে অতিরিক্ত পরিমাণ স্পুটনিক ভি ভ্যাকসিনও দেওয়া গেলে কোভিড মোকাবিলার দিকে এগোনো সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *