একুশে বিধানসভা নির্বাচনে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে বেশিরভাগ সরকারি পরিষেবা মানুষের দুয়ারে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভা ভোটের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার৷ ভোটে জেতার পর শুরু হয়েছে ‘দুয়ারে রেশন’-এর উদ্যোগ৷ সবই মিলছে বাড়ির দোরগোড়ায়। এবার আরও একটি পরিষেবা দুয়ারে নিয়ে এলো রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতর চালু করছে ‘দুয়ারে আধার নম্বর’। রাজ্য খাদ্য দফতর রেশন গ্রাহকদের জন্যে এই কর্মসূচি চালু করা হচ্ছে৷ এমনকী রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে করা হবে এই কাজ। যা আগে ভাবা যায়নি। আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ যার ফলে রাজ্যের প্রায় সাড়ে ৫ কোটি রেশন গ্রাহকের আধার সংযুক্তিকরণের কাজ সম্পন্ন হবে। এরপরও যদি কেউ বাকি থেকে যায় তাহলে এলাকা ভিত্তিক শিবির খোলা হবে।
কেন্দ্রীয় সরকারের নিয়ম ও শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক৷ এফ ফলে কোনও গ্রাহক যখন রেশন তুলবেন, তখন তাঁর পরিচয় জানতে পেরে যাবে খাদ্য দফতর৷ সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই রেশন নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই দ্রুত আধার সংযুক্তিকরণের নির্দশ দেন তিনি৷ এর পরেই কাজে নামে খাদ্য দফতর৷ তবে অনেক গ্রাহক নিজেরাই ইতিমধ্যে আধার সংযুক্তিকরণ করে নিয়েছেন৷ উল্লেখ্য, ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থায় এই আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক৷