এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র

বাঁধাধরা ছক থেকে বেরিয়ে এসে এইচসিএল কোম্পানীর প্রথম মহিলা মুখপাত্র হলেন একটি ধনী মহিলা। তিনি রোশনি নাদার মালহোত্রা, বয়স ৩৮। রোশনি নাদার প্রথম ভারতীয় মহিলা, যিনি কোনও আইটি সেক্টরের মুখপাত্র হিসেবে দায়ভার গ্রহন করেছেন। শুক্রবার কোম্পানীর প্রতিষ্ঠাতা এবং পিতা শিব নাদারের পরিবর্তে এইচসিএলের দায়ভারের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন। আইআইএফএল ওয়েলথ হুরুন র্যা ঙ্কিং অনুযায়ী, রোশনি নাদার মালহোত্রার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমান প্রায় ৩৬,৮০০ কোটি টাকা।

কোম্পানী জানিয়েছে, প্রতিষ্ঠাতা শিব নাদার ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পরিচালন পর্ষদের সঙ্গে আলোচনা করে তাঁর কন্যাকে দায়িত্বভার সঁপে দেওয়া হয়।

রোশনি ফোর্বসের পাওয়ার লিস্ট ২০১৮ তে ৫১তম স্থান গ্রহন করেছেন। এছাড়াও শিব নাদার ফাউন্ডেশনের তরফে সমাজ সংস্কারের কাজও করে থাকেন। তিনি ভারতের অন্যতম প্রভাবশালী মহিলা, যিনি স্কাই স্পোর্টস চ্যানেলের অন্যতম প্রযোজকও হিসেবেও পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *