ঊর্দ্ধমুখী রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা

বিগত দু সপ্তাহের কাছাকাছি একভাবে চল্লিশ হাজারের কাছে বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। তবে পাশাপাশি একলাফে অনেকটাই কমল অ্যাকটিভ কেসও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৫৭ জন। যা গতকালের তুলনায় ৫.৭ শতাংশ কম। দেশের মধ্যে সংক্রমণ সবথেকে বেশি হচ্ছে কেরলে। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৭৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে দু’হাজারের বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন। অব্যাহত দেশের করোনা গ্রাফের ওঠানামা। দৈনিক করোনা সংক্রমণের স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। করোনার তৃতীয় ঢেউ রুখে দেওয়ার জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। আর সেই লক্ষ্যে শুক্রবারই জাইডাস ক্যাডিলার কোভিড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে। যার অর্থ এবার ১২ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই টিকাকরণের আওতায় আনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *