উদ্বোধনের ২৪ ঘন্টা যেতে না যেতেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতে।এর ঘটনার প্রতিবাদে বিডিও কে স্মারকলিপি দিয়েছে স্থানীয় গ্রামবাসী । উদ্বোধনের ২৪ঘন্টা পেরোতে না পেরোতেই কিভাবে নতুন জলের ট্যাংক ভেঙে পড়ে তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি ব্লকের আধিকারিকরা ।এদিকে স্থানীয় সিপিএম নেতারা কাটমানি নিয়ে অভিযোগ করেছে ।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সঠিক তদন্তের দাবি তুলে সদর দপ্তরে বিক্ষোভ দেখান গ্রাম পঞ্চায়েতের সিপিএমের নেতা নেত্রীরা । তাঁদের অভিযোগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২৮টি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে ।জলের ট্যাঙ্কের কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন তারা এবং এই কাজের সঠিক তদন্তের দাবি তুলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলে সকলে । উপস্থিত ছিলেন সিপিএম নেতা পিষুষ মিশ্র ও পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি বর্মন প্রমূখ।