ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থা ব্যবহার করে গাঁজা বিক্রি! এই অপরাধে কিছুদিন আগেই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবার এই চক্রে আরও ৫ জনকে বিশাখাপত্তনামের ভাইজাগ থেকে গ্রেপ্তার করল পুলিশ। এরা জনপ্রিয় ই-কমার্স সংস্থার প্ল্যাটফর্ম ব্যবহার করে মধ্যপ্রদেশে গাঁজা ডেলিভারি করত।

অনলাইনে নিষিদ্ধ মাদক সরবরাহের র্যা কেটটি প্রথম সামনে এনেছিল মধ্যপ্রদেশের ভিন্দ পুলিশ। তল্লাশি চালিয়ে ৩ যুবক আর প্রায় ২০ কিলো শুকনো গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় ভাইজাগের এই পাঁচজনকে। ভাইজাগের স্পেশ্যাল এনফোর্সমেন্ট ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর এস সতীশ কুমার জানান, সঠিক সূত্র ও তথ্য অনুযায়ী ২১ নভেম্বর সিএইচ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ৪৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। সে এই শুকনো গাঁজা মজুত রেখেছিল কাঞ্চরপালেম শহরের এক ভাড়া বাড়ি থেকে। কেউ যাতে বুঝতে না পারে, তাই ইলেকট্রনিক মেশিনের বিভিন্ন বক্সে গাঁজা ভরে রাখত। তবে পুলিশি অভিযানে সেই গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে বাকি ৪ জনের খোঁজও পাওয়া যায়। তবে এই চক্রে আরও কেউ জড়িয়ে আছে কিনা, সে বিষয়েও তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *