ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস দিচ্ছে ভিআই বিজনেস

ব্যবসায়িক উদ্যোগগুলির জন্য ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস লঞ্চ্‌ করল ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস, যার ফলে ভিআই-এর আইওটি পোর্টফোলিয়ো অধিকতর মজবুত হল। এই ‘ইন্ডাস্ট্রি ফার্স্ট ইনিশিয়েটিভে’র মাধ্যমে ভিআই দেশের একমাত্র টেলিকম কোম্পানিতে পরিণত হল, যারা এক ‘সিকিয়োর এন্ড-টু-এন্ড আইওটি সলিউশন’প্রদান করবে। এতে অন্তর্ভুক্ত হবে কানেক্টিভিটি, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, অ্যানালিটিক্স, সিকিউরিটি ও সাপোর্ট।

ভিআই হল ভারতের বৃহত্তম আইওটি সংস্থা। এই লঞ্চের মাধ্যমে তারা তাদের পোর্টফোলিয়ো মজবুত করার দ্বারা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য প্রদান করবে এক ‘কম্প্রিহেন্সিভ রেঞ্জ অফ আইওটি সলিউশনস’, যাতে তাদের ৫জি-রেডি নেটওয়ার্কের জন্য থাকবে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার, স্মার্ট মোবিলিটি ও স্মার্ট ইউটিলিটিজ। ভিআই ইন্টিগ্রেটেড আইওটি সলিউশনস দ্বারা শিল্পোদ্যোগগুলি তাদের ‘কোর স্ট্রেংথ’-এর দিকে দৃষ্টি নিবদ্ধ করতে পারবে, ফলে ‘আইওটি ইনোভেশন’ আরও সহজ ও দ্রুততর হবে। এছাড়াও, একটি আইওটি ইনসাইটস রিপোর্ট ‘ভিআই আইওটি সেলফ-স্ক্যান: ফ্রেমওয়ার্ক ফর অ্যাক্সেসিং আইওটি ম্যাচ্যুরিটি’ প্রকাশ করেছে ভিআই বিজনেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *