নদীর জলে তিন নাবালক তলিয়ে গেলেও, মৃত অবস্থায় দুই নাবালক ভাই কে উদ্ধার ও সুস্থ অবস্থায় এক নাবালিকা উদ্ধার হলেও চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। এদিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্জলের বিষ্টুপুর গ্রামের মহানন্দা নদীর জলে। স্হানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে এলাকার রেজাউল হকের দুই নাবালক ও রেহেমূল হকের কন্যা নাবালিকা, তিন জনের বয়স আনুমানিক ৭/৮। ওই দুই নাবালককে বাড়ির পাশে মহানন্দা নদীর জলে তলিয়ে যেতে দেখতে পেয়ে, তাদের মৃত অবস্থায় উদ্ধার ও নাবালিকাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে গ্রামের সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার বিধান সভার বিধায়ক মোশারফ হোসেন, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, পঞ্চায়েত প্রধান লক্ষি রবিদাস, অঞ্চল তৃনমূল কংগ্রেস সভাপতি আনসারুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক মোশারফ হোসেন বলেন, “খুবি মর্মান্তিক ঘটনা। প্রথমে এক নাবালক কে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও স্পীড বোট ও ডুবুরি ব্যবস্হা করা হয়েছিল কিন্তু কিছু পরেই আর এক জনের মৃত দেহ পাওয়া যায় খুব দুঃখ জনক আমরা পরিবারের পাশে আছি।”