গুঞ্জন চলছিল দিন কয়েক ধরেই। এবার জল্পনা উঠলো তুঙ্গে। বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে বিজেপি’র ভাঙন৷ এই পরিতস্থিতে রাজ্য রাজনীতিতে শুরু এক নতুন জল্পনার৷ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়কে। বেশ কিছুক্ষণ বৈঠক হয় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সঙ্গে প্রণব-পুত্রের। শিগগিরই তিনি শাসকদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন বলে মত ঘনিষ্ঠ মহলের একাংশের।
জানা গিয়েছে, অভিজিতের সঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে অভিষেকের সঙ্গে কথা হয়। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। দীর্ঘদিন বাবার দেখানো পথে কংগ্রেস শিবিরে রাজনৈতিক কেরিয়ার তৈরির পর প্রণবপুত্র অভিজিতও পুরনো ঘর ছাড়ার পথে। এর আগেই জঙ্গিপুরের একঝাঁক তৃণমূল নেতানেত্রী অভিজিতের সঙ্গে দেখা করেছিলেন। অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরেই প্রণব-পুত্রের তৃণমূলে যোগ নিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।