আসছে ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি

অল-নিউ ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি’র প্রি-লঞ্চ্‌ বুকিং শুরু করল হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড। গ্রাহকরা হোন্ডার অনলাইন সেলস প্লাটফর্ম ‘হোন্ডা ফ্রম হোম’-এর মাধ্যমে তাদের বাড়িতে বসেই এই সিডান বুক করতে পারবেন। সেইসঙ্গে বুকিং করা যাবে কোম্পানির অনুমোদিত ডিলারশিপ নেটওয়ার্ক থেকেও। এই ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি লঞ্চ্‌ হবে জুলাইয়ের মাঝামাঝি। উল্লেখ্য, শুরু হওয়ার সময় থেকেই হোন্ডা সিটি ভারতের সর্বাধিক জনপ্রিয় সিডানের মর্যাদা পেয়ে আসছে। অল-নিউ ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি হল ভারতের প্রথম কানেক্টেড কার, যার সঙ্গে রয়েছে আলেক্সা রিমোট ক্যাপাবিলিটি ও টেলিম্যাটিক্স কন্ট্রোল ইউনিট-যুক্ত নেক্সট জেনারেশন হোন্ডা কানেক্ট। এই গাড়িতে রয়েছে বেশকিছু সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স। এছাড়াও রয়েছে কিছু অ্যাডভান্সড ইক্যুইপমেন্টস, যেমন ২০.৩সেমি অ্যাডভান্সড টাচস্ক্রিন ডিসপ্লে অডিয়ো, অ্যান্ড্রয়েড অটো-সহ সিমলেস স্মার্টফোন কানেক্টিভিটি, অ্যাপল কারপ্লে ও ওয়েবলিংক, ওয়ান-টাচ ইলেক্ট্রিক সানরুফ ইত্যাদি। হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস), রাজেশ গোয়েল বলেন, অল-নিউ ফিফথ-জেনারেশন হোন্ডা সিটি’র জন্য গ্রাহকরা সাগ্রহে অপেক্ষা করছিলেন। এবার তাদের জন্য প্রি-লঞ্চ্‌ বুকিং শুরু করা হল। গাড়িটি আগামী মাস থেকে বিক্রয় সুরু হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *