আবার ঊর্দ্ধমুখী রাজ্যের কোরনা সংক্রমণ

শেষ হয়েছে রাজ্যে পূজার মরসুম। এবার ধীরে ধীরে ফের বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। যা নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞ মহলে। প্রায় আড়াই মাস পর ফের রাজ্যে ৮০০র বেশি দৈনিক সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৬৭ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২৪৪ জন। মোট সংক্রমিত ১৫,৮২,৮১৩ আর মৃত ১৯,০০৭। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৫ জন। রাজ্যে এখন সংক্রমণের হার ২.৪৩%, সুস্থতার হার ৯৮.৩৩%। দুর্গাপুজো পরবর্তী সময়ে ক্রমে এই সংক্রমণবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামনে নমুনা পরীক্ষা যত বাড়বে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে সংক্রমণ। এদিকে, বৃহস্পতিবার অর্থাৎ ২১ অক্টোবর থেকে রাজ্যে ফের কার্যকর করছে নাইট কার্ফু।

চেন্নাইয়ের ম্যাথামেটিকেল স্টাডি ইনস্টিটিউটের পর্যালোচনায় জানা গিয়েছে, সংক্রমণের নিরিখে উপরের দিকে থাকা দেশের ১০টি রাজ্যের এখন আর-ভ্যালু ১৮ অক্টোবর পর্যন্ত ১-এর নীচে। যদিও কয়েকটি শহরের সক্রিয় সংক্রমণ উদ্বেগের কারণ। যেমন কলকাতার আর-ভ্যালু ১–এর উপরে। এর নেপথ্যে সাম্প্রতিক দুর্গাপুজো দায়ী, মনে করছেন বিশেষজ্ঞরা। গত এক সপ্তাহ শহরবাসীর মধ্যে বাঁধনছাড়া মনোভাব দেখা গিয়েছে । পুজোয় পথে নেমেও ন্যূনতম করোনাবিধিকে মান্যতা দেয়নি অনেক নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *