আবারো বড়সড় ধাক্কা গ্যাসের দামে

পূজার মুখে আবার বড়োসড়ো ধাক্কার মুখে পড়লো মধ্যবিত্তরা৷ ফের আবার ঊর্দ্ধমুখী হলো রান্নার গ্যাসের দাম৷ এই নিয়ে গত দু’মাসে চারবার বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম৷ আজ ৬ সেপ্টেম্বর থেকে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়ল ১৫ টাকা৷ ১ অক্টোবর বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল ৪৩ টাকা ৫০ পয়সা৷ কলকাতায় বিনা ভর্তুকির ১৪.২ কেজি সিলিন্ডারে দাম ১৫ টাকা বেড়ে হল ৯২৬ টাকা৷ দিল্লিতে ভর্তুকিবিহীন এলপিজি’র দাম দাঁড়াল ৮৯৯ টাকা ৫০ পয়সা। দিল্লিতে ৫ কেজি সিলিন্ডারের দাম এখন ৫০২ টাকা৷ পয়লা সেপ্টেম্বর ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫ টাকা বাড়ানো হয়েছিল৷ ২৫ টাকা বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও৷ কলকাতায় ১৪.২ কেজি ওজনের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯২৬ টাকায়। ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম ৯ টাকা বেড়ে হয়েছে ৩৩৫ টাকা।

বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়েছে। কলকাতায় এর দাম বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা। এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির উপাদানগুলির দাম বেড়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাড়ানো হচ্ছে দাম। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজোর আগেই মধ্যবিত্তের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির ছেঁকা। রান্নার গ্যাস-সহ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *