আফগানিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আফগানিস্তান ইস্যুতে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট বার্তা দিয়ে মোদী বলেন, ‘ভাঙনের শক্তি কখনওই দীর্ঘস্থায়ী হতে পারে না। আতঙ্ককে ভিত্তি করে তৈরি হওয়া সাম্রাজ্য একদিন না একদিন ধসে পড়বেই। ওই ধরনের শক্তি কখনওই স্থায়ী হতে পারে না। কিছুদিন রাজত্ব করলেও, তার অবসান হবেই’। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে যাঁরা US এবং NATO যোদ্ধাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন তাঁদের দ্বারে পৌঁছচ্ছে তালিবান। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তালিবান সংগঠন। তাঁরা জানিয়েছে, ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করছেন না তালিবান যোদ্ধারা। এই অবস্থায় নরেন্দ্র মোদীর টুইট বেশ গুরুত্বপূর্ণ মনে করছে কূটনৈতিক মহল। মোদী সরকার যে বর্তমান তালিবান প্রশাসনকে কোনওভাবেই সমর্থন করছে না, তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *