আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান। এই বাগানের তৈরি সিটিসি চায়ের সর্বোচ্চ দাম নিলামে পাওয়া গেল ৫১৬ টাকা কেজি।বিষয়টি নিয়ে খুব খুশি চা বাগানের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক‌রা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বরাবর‌ই উৎকৃষ্ট মানের চা-উৎপাদন করা হয়। সর্বোচ্চ মানের দিক থেকে এবছর আরও একটি সাফল্যের পালক যুক্ত হল এই বাগানে। ২১ মে ছিল আন্তর্জাতিক চা দিবস। সেই দিন এই বাগান থেকে তোলা চা পাতা থেকে যে চা তৈরি হয়েছিল ডুয়ার্স ও তরাইয়ের সিটিসি বিভাগে সেই চায়ের সর্বোচ্চ দাম উঠল নিলামে। এই প্রসঙ্গে চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, আবহাওয়ার খারাপ পরিস্থিতির জন্য এবার উত্তর‌বঙ্গে‌র চা বাগানগুলোর অবস্থা একেবারেই ভালো নয়। মরসুম শুরুর সময় থেকেই ভীষণভাবে বৃষ্টির অভাব ছিল। এমন প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমাদের বাগানের তৈরি চা এবার‌ও সর্বোচ্চ দাম পেয়েছে। সিটিসি চায়ের সর্বোচ্চ দাম নিলামে পাওয়া গেল ৫১৬ টাকা কেজি দরে। চায়ের দাম খুব ভাল মেলায় উৎসবের আমেজ রয়েছে শ্রমিকদের মধ্যে‌ও। এই সাফল্যের জন্য শ্রমিক‌দের মিষ্টিমুখ করিয়েছেন বাগান কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *