আত্মপ্রকাশ করল নিসান আরিয়া

নিসান নিয়ে এল সম্পূর্ণ নতুন নিসান আরিয়া। ওকোহামায় নতুন নিসান প্যাভিলিয়নে এক লাইভ স্ট্রিমড ইভেন্টের মধ্য দিয়ে গ্লোবাল অডিয়েন্সের সামনে আরিয়ার আবরণ উন্মোচন করেন নিসানের সিইও মাকোতো উচিদা ও চিফ অপারেটিং অফিসার অশ্বনী গুপ্তা। এর দাম হবে প্রায় ৫ মিলিয়ন ইয়েন। এটি একটি ইলেক্ট্রিক ক্রসওভার এসইউভি যা গ্রাহকদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স, কনফিডেন্স, কমফোর্ট ও কানেক্টিভিটির আনন্দ  দেবে। ১০০% ইলেক্ট্রিক পাওয়ারট্রেন-সহ আরিয়া দেবে পাওয়ারফুল অ্যাক্সিলারেশন এবং স্মুথ ও কোয়ায়েট অপারেশন। আনুমানিক ৬১০ কিলোমিটার রেঞ্জ বিশিষ্ট এই নো-কম্প্রোমাইজ আরিয়া দৈনন্দিন যাত্রা ও উইকএন্ড রোড ট্রিপের জন্য আদর্শ ভেহিকেল। অল-নিউ নিসান আরিয়া ২০২১ সালের মাঝামাঝি জাপানে বিক্রয় শুরু হবে। এটি ইউরোপ, নর্থ আমেরিকা ও চিনে ২০২১ সালের শেষদিকে বিক্রয় করার পরিকল্পনা রয়েছে নিসানের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *