আরবিএল ব্যাংক ও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এক ব্যাংকঅ্যাস্যুরেন্স পার্টনারশিপে আবদ্ধ হল, যার উদ্দেশ্য ব্যাংকের গ্রাহকদের জন্য একগুচ্ছ লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট প্রদান করা। আরবিএল ব্যাংক ২৮টি রাজ্যে বিস্তৃত ৩৯৮টি শাখাবিশিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের প্রোডাক্টগুলি বিতরণ করবে। ব্যাংকের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অঙ্গীভূত ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং টাচপয়েন্টগুলিও এই কাজে ব্যবহৃত হবে। এই পার্টনারশিপ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে আরও মজবুত করবে। উভয় সংস্থার সম্পর্কের ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের প্রোটেকশন ও সেভিংস প্লাটফর্মের যাবতীয় ইন্স্যুরেন্স প্ল্যান গ্রাহকরা ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন।
এই পার্টনারশিপ লাইফ ইন্স্যুরেন্স কভারের মাধ্যমে গ্রাহকদের পরিবারকেও আর্থিক সুরক্ষা জোগাতে পারবে। দুই সংস্থার এই সমঝোতার ফলে আরবিএল ব্যাংকের ৮.৭ মিলিয়নেরও অধিক গ্রাহক কোম্পানির কাস্টমার-সেন্ট্রিক প্রোটেকশন ও লং-টার্ম সেভিংস প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং নিজেদের ও পরিবারের জন্য আর্থিক সুরক্ষা জোগাতে পারবেন।