অ্যামওয়ে-ফিকি’র যৌথ উদ্যোগে ওয়েবিনার

অ্যামওয়ে ইন্ডিয়া সম্প্রতি একটি ওয়েবিনারের আয়োজন করেছিল, যার বিষয় ছিল – ‘এনেবলিং ফিউচার এডুকেশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া’। ফিকি’র (FICCI) সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই ভার্চুয়াল ইভেন্টে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, মণিপুরের শিক্ষামন্ত্রী টিএইচ রাধেশ্যাম সিং, ফিকি নর্থ-ইস্ট অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জিৎ বরঠাকুর। ‘কোয়ালিটি এডুকেশন’কে নাগালের মধ্যে আনার বিষয়টির দিকে লক্ষ্য রেখে এই ওয়েবিনারে গুরুত্ব আরোপ করা হয়েছিল প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির অবাধ ব্যবহার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলায় জ্ঞান, দক্ষতা, আগ্রহ ও মূল্যবোধের প্রয়োজনীয়তার উপর।  ওয়েবিনারের অন্যতম প্যানেলিস্ট, অ্যামওয়ে ইন্ডিয়া’র ভাইস-প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স) রজত ব্যানার্জি এপ্রসঙ্গে বলেন, ‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে অ্যামওয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশে দক্ষতা উন্নয়ণ ও মেধাচর্চার ক্ষেত্রে অবদান রেখে চলেছে। অ্যামওয়ের কিছু উদ্যোগের সঙ্গে সহযোগিতা করার জন্য ফিকি’র প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, বিগত কয়েক বছর ধরে অ্যামওয়ে এই অঞ্চলে দুঃস্থ মানুষজনের শিক্ষা ও উন্নয়ণে নিয়োজিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *