অস্বস্তিতেই রয়ে গেল বিরোধী দলনেতা

একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে সময় ভালো যাচ্ছেনা বিজেপির। লেগেই আছে একের পর এক অভিযোগ। চুরি কাণ্ডে মুক্তি পেল না বিরোধী দলনেতা। অস্বস্তিতে থেকেই গেল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। ত্রিপল কেলেঙ্কারি মামলায় শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। কাঁথির ত্রিপল চুরি কাণ্ডে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ ত্রিপল চুরি মামলা খারিজের আবেদন নিয়ে শিশিরপুত্ররা গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এদিন তারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়, তদন্ত চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে অভিযুক্তদের চাইলে গ্রেফতারও করতে পারে রাজ্য পুলিশ৷ ফের শুনানি হবে আগামী মঙ্গলবার।

প্রসঙ্গত, কাঁথি পুরসভার ডরমেটরি গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায় ইতিমধ্যে পুরসভার এক অস্থায়ী কর্মী প্রতাপ দে’কে গ্রেফতার করেছে পুলিশ৷ ত্রিপল চুরির মামলায় এক নম্বরে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ নাম আছে শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার দু’বারের চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর৷ কাঁথি শহরে আউটডোর সংলগ্ন এলাকায় একটি জলের ট্যাঙ্ক রয়েছে। ওই ট্যাঙ্কের তলায় থাকা গোডাউন ঘর থেকে চলতি মাসের গোড়ায় রাতের অন্ধকারে সরকারি ত্রিপল চুরি করে গাড়িতে তোলা হচ্ছিল বলে অভিযোগ৷ তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা কাঁথি পুরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতিকে জানান। খবর পেয়ে সিদ্ধার্থবাবু প্রশাসক মন্ডলীর অন্য সদস্যদের নিয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটকানো চেষ্টা করেন। অভিযুক্তরা অবশ্য পালিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *