অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ার ম্যান করা হল গৌতম দেবকে।

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পরের দিনই রাজ্যের যে সমস্ত পৌরসভা এবং পৌরনিগমের গুলিতে প্রশাসক ছিল সেখানে আবারো জনপ্রতিনিধিদের বসানো হয়। এই ক্ষেত্রে কলকাতা পৌর নিগমমে আবারো পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় ফিরহাদ হাকিম কে। কিন্তু শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য থাকলেও অশোক ভট্টাচার্যকে আবারো না ফিরিয়ে এবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় গৌতম দেবকে। একই সাথে বোর্ডে রয়েছেন আরো তিনজন সদস্য। এরা হলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা 20 নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার, তৃণমূল নেতা অলক চক্রবর্তী এবং ব্যবসায়ী বিবেক বৈদকে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদ্য শিলিগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়ে গৌতম দেব বলেন,কোভিডের এই পরিস্থিতিতে প্রথম কাজ হবে মানুষের পাশে থেকে তাদের সাপোর্ট দেওয়া মানুষকে নাগরিক পরিষেবা দেওয়া। এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন , ক্লাব এবং গণ সংগঠনগুলিকে নিয়ে কিভাবে কাজ করা যায় এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করব। একইসাথে এদিন গৌতম দেব আরো বলেন, গত 6 বছর শিলিগুড়ি পুরনিগমের চালিয়েছেন অশোকবাবু তাই কোভিড এই পরিস্থিতি মোকাবেলায় অশোক ভট্টাচার্যের কাছ থেকে পরামর্শ নেব। এছাড়াও এর আগে যারা কো-অর্ডিনেটর ছিল তাদের সাথেও বৈঠক করব। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই পরিস্থিতি মোকাবেলা কাজ করব।
অপরদিকে প্রাক্তন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, রাজ্যের সমস্ত জায়গাতে যেখানে যারা আগে ছিলেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, সেখানে শিলিগুড়ির ক্ষেত্রে ব্যতিক্রম। তবে এটা সম্পূর্ণটাই রাজ্য সরকারের সিদ্ধান্ত এতে আমি কিছু বলব না। তবে আমি আগেই বলেছিলাম আমি কোন দায়িত্বভার নেব না। কিন্তু আমার কাছে রাজ্য সরকারের জানতে চাওয়া উচিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *